Latest Update
শিক্ষা একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। প্রতিটি শিক্ষার্থীর মন ও মননশীলতা বিকাশে এবং তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা অর্জনে নিজস্ব সাধনার বিষয় হলো একাগ্রতা। একাগ্রতা ও নিষ্ঠা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনার বিকাশ ঘটায়। পৃথিবীর অন্যতম সম্পদ হচ্ছে সময়। সময়ের প্রতি সচেতন থেকে যথেষ্ট পরিশ্রম করলে সফলতা আসবেই। শিক্ষার্থীদের স্মরণ রাখতে হবে বাহ্যিক সৌন্দর্য যেমন সাজসজ্জা, তেমনি মনের সৌন্দর্য বিনয়ী আচরণ ও নৈতিকতা। যিনি নৈতিক চরিত্রের অধিকারী তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হন না, অন্যায়কে প্রশ্রয় দেন না, ক্রোধে কিংবা আনন্দে আত্মহারা হন না, গর্বে গর্বিত হন না, কারো সাথে নিষ্ঠুর আচরণ করেন না। পৃথিবীতে সত্যের আলো জ্বালাতে প্রতিটি ব্যক্তিকে অপরের প্রতি এবং দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জগতে অসত্যের কারারুদ্ধতা থেকে সত্যের আলোর পথে যাত্রা শুরু করতে শিক্ষার্থীদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে। শান্তি, সম্প্রীতি, মিলন ও বিশ্ব ভ্রাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের অন্তরে বিরাজমান। মানুষের অন্তরের এ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে হলে এমন সুশিক্ষিত মানুষের প্রয়োজন, যারা উদার চিত্ত, সংস্কারমুক্ত, মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির অধিকারী, পরার্থপর এবং নিবেদিতপ্রাণ। নতুন প্রজন্মের কাছে আমার প্রত্যাশা আগামী দিনগুলোতে তোমাদের বিকাশ এ পথেই অগ্রসর হবে। সকলের জীবন সুন্দর, সফল, অর্থপূর্ণ হোক এবং জীবনের যাত্রাপথ সুগম হোক। আল্লাহ হাফেজ।